হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে বাইসাইকেল, সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

বাগেরহাটের মোল্লাহাটে বাইসাইকেল, সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

কর্তৃক Editor
০ মন্তব্য 147 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

(তারিখ ২৪ ডিসেম্বর ২০২০ইং) বাগেরহাটের মোল্লাহাট খলিলুর রহমান কলেজ মাঠে, বিকাল তিনটায় উপজেলা পরিষদের আয়োজনে, এডিবির অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও দুস্থদের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠান জুম এ্যাপসের মাধ্যমে ভার্চুয়ালী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট-০১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, শেখ হেলাল উদ্দীন এম.পির একান্ত সহকারী মোঃ ফিরোজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা আবুল হাসান, ওসি কাজি গোলাম কবীর, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ আব্দুল আওয়াল, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, পিআইও মোঃ মফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিক, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, মোঃ বাবলু মোল্লা, মুন্সি তানজিল হোসেন, শেখ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ, উম্মে হামিমা, অধ্যক্ষ মোঃ বশির আহম্মদ প্রমুখ।

উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। বিতরন অনুষ্ঠানে উপজেলাধীন সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার বাছাইকৃত ২ শত জন মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল, দুস্থদের মাঝে ৮০ টি সেলাই মেশিন এবং শীতার্তদের মাঝে ৩ হাজার ৫ শত কম্বল ও অন্যান্য শীতবস্ত্র প্রদান করা হয়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন