হোম অন্যান্যসারাদেশ আসন্ন পৌরসভা নির্বাচনে কলারোয়ায় মেয়র পদে ৬, সাধারন কাউন্সিলর ৩৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ

আসন্ন পৌরসভা নির্বাচনে কলারোয়ায় মেয়র পদে ৬, সাধারন কাউন্সিলর ৩৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ

কর্তৃক Editor
০ মন্তব্য 152 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে ৬ জন মেয়র পদে, সাধারন কাউন্সিলর পদে ৩৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) মেয়র পদে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুজ্জামান তুহিন, মনোনয়ন পত্র সংগ্রহ করায় এ পর্যন্ত মেয়র পদে ৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ দিকে ৩নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে সাংবাদিক প্রভাষক মুজাহিদুল ইসলামসহ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের ৩৮ জন ও ৩টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মেয়র পদে ৬ জন মনোনয়ন পত্র সংগ্রহকারিরা হলেন, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, উপজেলা আ’লীগের সহ.সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ও ভারপ্রাপ্ত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম ও তার সহধর্মীনি নাসরিন সুলতানা। ফলে এখন পর্যন্ত আ.লীগ ও বিএনপি’র ৩জন করে প্রার্থীতার জন্য মনোনয়ন নিলেন, তবে শেষ পর্যন্ত এদের কেউ কেউ নির্বাচন নাও করতে পারেন বলে জানা গেছে।

নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, পৌর সভার সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ড (তুলশীডাঙ্গা পশ্চিম) থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫ জন, ২ নম্বর ওয়ার্ড (কলারোয়া বাজার ও তুলশীডাঙ্গা পূর্ব) থেকে ৪ জন, ৩ নম্বর ওয়ার্ড (গদখালী) থেকে ৪ জন, ৪ নম্বর ওয়ার্ড (ঝিকরা উত্তর) থেকে ৪ জন, ৫ নম্বর ওয়ার্ড (ঝিকরা দক্ষিণ) থেকে ২ জন, ৬ নম্বর ওয়ার্ড (গোপীনাথপুর-যুগিবাড়ি) থেকে ৪ জন, ৭ নম্বর ওয়ার্ড (দক্ষিণ মুরারীকাটি) থেকে ৪ জন, ৮ নম্বর ওয়ার্ড (উত্তর মুরারীকাটি) থেকে ৬ জন, ৯ নম্বর ওয়ার্ড (মির্জাপুর) থেকে ৫ জন।

এদিকে, সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে ৪ জন ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে ৫ জন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত পৌর সভার মেয়রসহ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন এবং আগামী ৩০ জানুয়ারী সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীসহ সকলের নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন