কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা ক্রিড়া অফিসের আয়োজনে ও কালিগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় বার্ষিক ক্রিড়া কর্মসূচি ২০২০-২১ ফুটবল প্রতিযোগীতা ও মাস ব্যাপী প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষন এর উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।
কালিগঞ্জ উপজেলা ক্রিড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক সকুমার দাশ বাচ্চু, সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ও ফিফা সহকারী রেফারী শেখ ইকবাল আলম বাবলু।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ক্রিড়া অফিসের প্রতিনিধি মহিদুল ইসলাম, ক্রিড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক আশেক মেহেদী, রেফারী তাপষ সরকার, আতাউর রহমান, বাবু ও ফুটবল খেলোয়ার আতা প্রমুখ।
মাস ব্যাপী ফুটবল প্রতিযোগীতা ও প্রশিক্ষনে ৩০জন যুব ফুটবল খেলোয়াড় অংশ গ্রহন করে। প্রতিদিন বিকালে উপজেলা ফুটবল মাঠে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হবে।
s
