হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের গোদাড়া চিত্রা নদীতে বোট ক্লাবের উদ্বোধন

ফকিরহাটের গোদাড়া চিত্রা নদীতে বোট ক্লাবের উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 120 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট ও চিতলমারীর উপর দিয়ে প্রবাহমান চিত্রা নদীর দুই তীর ঘিরে প্রায় আড়াই কিলোমিটার রয়েছে মিনি সুন্দরবন নামে পরিচিত গোলপাতা ও উড়াগাছ সহ বিভিন্ন বনাঞ্চল। এখানে সবুজ গাছের প্রকৃতি যেন মন ছুয়ে যায়। এখানে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। শোভা পাচ্ছে নানা রকম গাছে গাছে।

অনেকেই ভ্রমনে আসেন চিত্রা নদীর দুই পাড়ে অবস্থিত এই মিনি সুন্দরবন দেখতে। জনসাধারনের বিনোদনের জন্য এবং নদীতে ইঞ্জিন চালিত নৌকায় ঘুরাঘুরি করা সহ মিনি সুন্দরবন দেখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরী করা হয়েছে ইঞ্জিন চালিত নৌকা।

গঠন করা হয়েছে একটি বোট ক্লাব। ২৩ ডিসেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে বোটক্লাব উদ্বোধনের লক্ষ্যে নতুন তৈরী করা ইঞ্জিন চালিত নৌকায় চড়ে মিনি সুন্দরবন পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, উপজেলা সহকারি প্রোগ্রাম অফিসার শাহিনা আক্তার প্রমূখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন