হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জ পৌর নির্বাচনে বড় দুই দলের একক প্রার্থীর নাম ঘোষণা

কিশোরগঞ্জ পৌর নির্বাচনে বড় দুই দলের একক প্রার্থীর নাম ঘোষণা

কর্তৃক Editor
০ মন্তব্য 85 ভিউজ

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি দলীয়  একক প্রার্থীর মনোনয়ন দিয়ে নাম ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা বোর্ড শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান মেয়র মোঃ পারভেজ মিয়া ওরফে মাহমুদ, পারভেজের নাম ও একই দিন বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাইল মিঞার নাম ঘোষণা করা হয়।

শুক্রবার বিকেল ৪ টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জন প্রতিনিধি, মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়। রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মোঃ পারভেজ মিয়াকে, নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

অপর দিকে শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আলমগীর মোঃ ইসরাইল মিঞাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী দ্বিতীয় দফায়, কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর ও কুলিয়ারচর পৌরসভা সহ ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়া যাবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন