হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় আর্ন্তজাতিক অভিবাসী দিবস-২০ উদযাপন

কলারোয়ায় আর্ন্তজাতিক অভিবাসী দিবস-২০ উদযাপন

কর্তৃক Editor
০ মন্তব্য 103 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় আর্ন্তজাতিক অভিবাসী দিবস-২০ উদযাপন করা হয়েছে। ’মুজিবর্ষের আহবান,দক্ষ হয়ে বিদেশে যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার(১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে অনুষ্ঠিত অনলাইন সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আক্তার হোসেন।

ভার্চুয়াল সভায় অতিথি হিসাবে অংশগ্রহন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কৃষি অফিসার রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সূধিবৃন্দ। সভায় বক্তারা, অভিবাসীদের নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন এবং সকলকে বিদেশ গমনে নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তোলার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন