হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক

মণিরামপুরের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

মণিরামপুর (যশোর)প্রতিনিধি :

মণিরামপুরের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে কমিটির সভায় সদস্যগন সন্তোষ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনান্তে কমিটির অধিকাংশ সদস্যের বক্তব্যে এমন মন্তব্য উঠে আসে। তবে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কোন প্রকার সহিংসতা কিংবা অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়।

এ ছাড়া সম্প্রীতি বাল্যবিবাহের সংখ্যা বেড়ে যাওয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা রাখার জন্য বিশেষভাবে আহবান জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ , মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আকতার, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ শুভ্রারানী দেবনাথ, মণিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অরুন কুমার নন্দন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক , গাজী মোহাম্মসাদ আলী, এরশাদ আলী, শামছুল হক মন্টু, মনিরুজ্জামান মনি, মশিউর রহমান, আব্দুল হামিদ, শেখর চন্দ্র রায়, আহাদ আলী, নাজমুস সাদত, অধ্যাপক বিএম আব্দুল হালিম , প্রধান শিক্ষক হায়দার আলী, আব্দুল লতিফ প্রমুখ

সম্পর্কিত পোস্ট

মতামত দিন