কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকচাপায় অটোরিক্সার ৩ যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও ২ যাত্রী।
আজ, বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ- ভৈরব মহা সড়কের কলিকাপ্রাসাদ নয়াহাটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ট্রাক ভৈরর থেকে কিশোরগঞ্জের দিকে যাওয়ার পথে কলিকাপ্রাসাদ নয়াহাটি এলাকায় নিকলী থেকে ছেড়ে আসা ভৈরবগামী সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন অটোরিকশার চার যাত্রী। পরে লোকজন আহতদের, উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন। বাকীরা সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
s
