কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় নবাগত উপজেলা, সমাজসেবা অফিসারকে বরণ ও বিদায়ী কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার(১৩ ডিসেম্বর) সকালে উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে এই অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে নবাগত উপজেলা সমাজ সেবা অফিসার নূরে আলম নাহিদকে ফুলেল শুভেচ্ছা, জানিয়ে বরণ করে নেয়া হয়। একই সাথে উপজেলা সমাজসেবা অফিসের রেজিষ্ট্রার জামাল উদ্দীন ও কর্মচারী (নৈশপ্রহরী) আব্দুল গফুর শেখকে, অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফিল্ড সুপারভাইজার শেখ ছাবের আলী, উচ্চমান সহকারী আব্দুস সামাদ, ইউনিয়ন সামজকর্মী কাজী ফজলুল হক, শিরিনা খাতুন, আমিনুর রহমান, শাহাজাহান আলী, অফিস সহকারী আছাদুজ্জামান, কারিগরি প্রশিক্ষক মিজানুর রহমান, অফিস সহায়ক সেলিম জাফরসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, নবাগত সমাজ সেবা অফিসার নূরে আলম নাহিদ মাদারীপুর শিশু পরিবার (বালক) উপ-তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন শেষে কলারোয়া উপজেলা সমাজ সেবা অফিসার হিসাবে যোগদান করলেন বলে জানা যায়।
s