নড়াইল অফিস :
নানার বাড়িতে বেড়াতে এসে নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়নের রাজাপুর গ্রামে বৈদ্যুতিক, শর্টসার্কিট থেকে অগ্নিদগ্ধে শিশু শ্রাবন্তীর (৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা। শ্রাবন্তী, খুলনার তেরখাদা উপজেলার ইন্দুরহাটী গ্রামের হেকমত শেখের মেয়ে। গত বৃহস্পতিবার সকালে মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে শ্রাবন্তী।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শ্রাবন্তী,ঘুমিয়ে পড়লে তার মা পাশের ঘরে টিভি দেখতে যান। রাত ১০ টার দিকে হঠাৎ করে ওই ঘরে (শ্রাবন্তী ঘুমিয়ে থাকা ঘর) আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। আগুন নেভানোর আগেই ঘরটি পুড়ে যায়। পরে শ্রাবন্তীর মৃতদেহ উদ্ধার করা হয়।
কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে আরো খোঁজখবর নেয়া হচ্ছে।
s