যশোর অফিস :
একতরফা নির্বাচনে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন ভিক্টোরিয়া পারভীন সাথী। প্রয়াত চেয়ারম্যান কাজলের স্ত্রী সাথী নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। সহকারী রিটার্নিং অফিসার মেহেদি হাসান জানান, নৌকা প্রতীকের সাথী পেয়েছেন এক লাখ এক হাজার ৭৯৩ ভোট। তার প্রতিদ্ব›দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের শামছুর রহমান পেয়েছেন দুই হাজার ৩৩২ এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ দিলু পাটোয়ারী পেয়েছেন এক হাজার ৭৭৫ ভোট।
দিলু পাটোয়ারী ভোটের আগের রাতে নির্বাচন বর্জন করেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি অভিযোগ করেছিলেন, পুলিশ সদস্যরা বিভিন্ন কেন্দ্রের ব্যালট কাটছে। অন্যদিকে, বিএনপি প্রার্থী শামছুর রহমান আজ ভোটের দিন সকাল নয়টার পরপরই নির্বাচন বয়কট করেন। তার অভিযোগ, কোনো কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না।
সব কেন্দ্র দখল করে নিয়েছে সরকারি দলের সন্ত্রাসীরা। নির্বাচন কাভার করতে যশোর থেকে যাওয়া সংবাদকর্মীরা বলছেন, কোনো কেন্দ্রে তারা তেমন ভোটার উপস্থিতি দেখেননি। কেন্দ্রগুলো ছিল প্রায় জনশূন্য। একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের সমন্বয়ে বাঘারপাড়া উপজেলায় মোট ভোটার এক লাখ ৭৩ হাজার ৭৭৯ জন। মোট ভোটকেন্দ্র ৬৩টি।