কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নজরুল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের নজরুল ইসলাম জানান, আমি আলাইপুর মৌজার খতিয়ান নং-১০৩৮,দাগ নং-১৫৮২ এর ৩০ শতক জমিতে আমার নিজস্ব ভিটা বাড়িতে নিজের নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যসবাস করে আসছি। সেহেতু আমি একই গ্রামের মিজানুর রহমানের ক্রয়কৃত জমিতে যায় নাই বা দখল করার চেষ্ঠাও করি নাই।
বরং নন,জি আর ২৪/২০ নং মামলার আসামী মিজানুর রহমান গত ২৬ এপ্রিল-২০’ ও ০১ মে-২০’ ইং তারিখে ১৫৮২ দাগে আমার ৩০ শতক জমিতে জোর পূর্বক প্রবেশ করে আমার বসত বাড়ীর আধাংশ ভাংচুর করে ত্রাস সৃষ্টি করে সন্তানদের শিক্ষা জীবনের ক্ষতি সাধন করেছে।
গত ২৬ নভেম্বর-২০’ দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় প্রকাশিত ’কলারোয়ায় ক্রয়কৃত সম্পত্তির উপর জোর পূর্বক ঘর করেছে প্রতিপক্ষরা’ এই শিরোনামে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আমিসহ আমার ছোট ভাই ইমাদুল ও ছোট চাচার পুত্র নূর ইসলামের বিরুদ্ধে একই গ্রামের মিজানুর রহমান সাংবাদিক ভাইদের কাছে যে তথ্য প্রকাশ করেছে সেটি সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তিনি আরও বলেন আমার পিতা ওসমান আলীর দাখিলকৃত নন জি আর ২৪/ ২০ নং মামলাটি বিচারাধীন রয়েছে। যেটি রক্ষ করার জন্য প্রতিপক্ষ মিজানুর রহমানএমন বাহানা ও মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন। এহেন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশ সুপারসহ প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি।
