গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
“কমলা রঙের বিশ্বে নারী বাঁধার পথ দেবেই পারিড়” এই প্রতিপাদ্যের আলোকে সারাদেশের ন্যায়, বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলায়তনে গলাচিপা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে নারীর প্রতি সহিংসতা গলাচিপায় বেগম রোকেয়া দিবস/২০ পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, নারী নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, মোসা. সালমা ওহায়িদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হুমায়ূন কবির ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন ১৮৮০ সালে ৯ই ডিসেম্বর বাংলাদেশের নারী জাগরণের প্রথিকৃত বেগম রোকেয়া সাখাওয়াত তৎকালীন সময়ে নারীদের শিক্ষা বিস্তারে ও নারীর অধিকার প্রতিষ্ঠায় উপমহাদেশে এক স্বরণীয় নারী।
তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং নারীদের রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন পর্যায়ে নিয়োগ, ক্ষমতায়ন করে, উৎসাহ প্রণোদনা দিয়ে নারীদের এগিয়ে নিচ্ছে। তিনি বিশ্ব দরবারে নারীদের শিক্ষা ও অধিকার বিষয়ে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি নারীদের সফলতা ও কর্ম উদ্দ্যেগ বিষয়ে শিক্ষা অর্জনের জন্য অনুরোধ করেন। পরে তিনি উপজেলার শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে খায়রুন নাহার লিপি, সফল জননী হিসেবে মাকসুদা বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনে সাহিদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করায় কহিনুর ও সমাজ সেবায় অবদান রাখায় নুরজাহান বেগমকে, উপজেলার ৫জন জয়িতার সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন। সহযোগীতায় ছিলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও সুশীলন এনজিও সংস্থা। অনুষ্ঠানে বিভিন্ন নারী সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।
s
