হোম খেলাধুলা নেইমারদের ম্যাচে তুলকালাম

নেইমারদের ম্যাচে তুলকালাম

কর্তৃক Editor
০ মন্তব্য 361 ভিউজ

স্পোর্টস ডেস্ক :

ফুটবলে বর্ণবাদ নতুন ঘটনা নয়। তবে এবারের মতো বিরল ঘটনা আর দেখেনি ফুটবলবিশ্ব। এবার বর্ণবাদের অভিযোগ উঠেছে খোদ ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে। পিএসজি বনাম ইস্তানবুল বাসাকসেহির ম্যাচের ১৫ মিনিট না পেরুতেই বর্ণবাদ নিয়ে তুলকালাম লেগে ম্যাচটি বন্ধ হয়ে যায়।

গতকাল ম্যাচটি শুরু হওয়ার পর ১৪তম মিনিটে টাচলাইনে দাঁড়িয়ে তর্ক করায় তুরস্কের ক্লাবটির সহকারী কোচ পিয়েরে ওয়েবোকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেন পিয়েরে। তাতে সুর মেলান বাকি স্টাফ ও দলের খেলোয়াড়রা।

এই ঘটনার প্রতিবাদ জানান প্রতিপক্ষের খেলোয়াড়রাও। তুরস্কের ক্লাবটিকে সমর্থন জানিয়ে মাঠ ছাড়েন পিএসজির খেলোয়াড়রা। এক টুইট বার্তায় তুরস্কের ক্লাবটিকে সমর্থন জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তিনি লিখিছেন, ‘বর্ণবাদকে না বলুন। ওয়েবো আমরা আপনার পাশে আছি।’

প্রতিবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও। বিবিসির খবরে বলা হয়, এরদোয়ান টুইট বার্তায় লিখেছেন, ‘আমার বিশ্বাস, উয়েফা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমরা নিঃশর্তভাবে খেলাধুলা এবং জীবনের সব ক্ষেত্রে বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন