হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে এক ভূমিহীন জমি জবর দখলের চেষ্টায় ভাংচুর, মারপিটে স্বামী স্ত্রী আহত

আশাশুনিতে এক ভূমিহীন জমি জবর দখলের চেষ্টায় ভাংচুর, মারপিটে স্বামী স্ত্রী আহত

কর্তৃক Editor
০ মন্তব্য 113 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে এক ভূমিহীনের ডিসিআরকৃত জমি জবর দখলের চেষ্টায় বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলা, ভাংচুর, মারপিটে স্বামী স্ত্রী আহত হয়েছে। গুরুতর আহ দের মধ্যে স্বামী মজিদ সরদারের অবস্থা আশংকাজনক। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ১১টায় আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে কলিমাখালী গ্রামে। থানায় লিখিত এজাহারে জানগেছে কলিমাখালী গ্রামের মৃত আনছার সরদারের পুত্র ভূমিহীন আব্দুল মজিদ সরদার কলিমাখালী মৌজায় নদীর চরভরাটে ৫০ শতক খাসজমি ডিসিআর নিয়ে ঘরবাড়ী নির্মান করে দীর্ঘ দিন শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল।

কিন্ত উক্ত জমি জবর দখল নেওয়ার জন্য একই গ্রামের পরসম্পদ লোভী ভূমিদুস্য এলাকার ত্রাস মৃত আবুল কাশেস সরদারের পুত্র মোতালেব হোসেন তার দলবল নিয়ে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত করে। ষড়যন্ত্র মোতাবেক উক্ত জমি ছেড়ে দিতে অসহায় ভূমিহীন পরিবারকে খুন জখমের হুমকি দিয়ে আসছিল। এতে কাজ না হওয়ায় ঘটনার দিন সকালে ভূমিদুস্য মোতালেব হোসেনের নেতৃত্বে তার দলবল মৃত ফজর আলী সরদারের পুত্র আমিরুল ইসলাম, মৃত কাশেম সরদারের পুত্র মনিরুল ইসলাম ও স্ত্রী তাছলিমা খাতুনসহ অজ্ঞাতনামা ২ ও ৩জন ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে উক্ত ডিসিআরকৃত সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করে জবর দখল নেওয়ার চেষ্টা করে।

এতে বাঁধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা বলে তোদের আজকে জীবনে শেষ করে দিব বলে অসহায় ভূমিহীন মজিদ সরদারকে এলোপাতাড়ীভাবে পিটাতে থাকলে তার স্ত্রী সুমনা ঠেকাতে আসলে তাকে জাপটে ধরে কাপড় চোপড় ছিড়ে ছুটে শ্লীলতাহানী করাসহ বেপোরোয়া মারপিট করে গুরুতর আহত করে। আহতরা অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকে। এমতাবস্থায় পরবর্তিতে তারা বসত বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ২০হাজার টাকার মত ক্ষয়ক্ষতি করে। তাছাড়া আহত স্ত্রী সুমনা ইয়াসমিনের গলায় থাকা ৮আনা ওজনের ৩৫হাজার টাকা মূল্যের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।

আশপাশের লোকজন টের পেয়ে আহত স্বামী স্ত্রীকে উদ্ধার করে আশাংকাজনক অবস্থায় স্বামী মজিদকে আশাশুনি হাসপাতালে ভর্তি করে ও তার স্ত্রী সুমনা ইয়াসমিনকে স্থানীয় ডাক্তার দ্বারা চিকিৎসা করে। এ ব্যাপারে আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদকে জানান ভূমিহীন পরিবারের লিখিত এজাহার পেয়েছি ঘটনার তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন উপজেলা ভূমিহীন সমিতি ও এলাকাবাসী।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন