নড়াইল অফিস:
নড়াইল পৌরসভার আওয়ামীলীগের, দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধার মরহুম অ্যাডভোকেট সিদ্দিক, আহম্মেদ এর সহধর্মিনী জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরার নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের চরেরঘাট এলাকা থেকে পাঁচশতাধিক মোটরসাইকেলসহ দলীয় নেতা-কর্মিদের নিয়ে প্রচার শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান ইসমত আরা, জেলা পরিষদের নাজনিন সুলতানা রোজি, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক পলি রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক খোকুন কুমার সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
s