হোম ফিচার করোনা প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

করোনা প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 96 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

“আমার মাস্ক, আমার সুরক্ষা” এই শ্লোগানকে সামনে রেখে করোনা প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশসিনের আয়োজনে শহরের পোষ্ট অফিস মোড় র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে এ সময় নেতৃত্ব দেন, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও সদর উপজেলা নির্বাহি অফিসার দেবাশীষ চৌধুরী। র‌্যালিতে এ সময় ২শ’ ৬৩ জন সাইক্লিস্ট অংশ নেন। পরে পৌরসভার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ’নো মাস্ক-নো সার্ভিস’ লেখা স্টিকার বিতরণ করা হয়। এ সময় জানানো পর্যায়ক্রমে ৫ হাজার স্টিকার বিতরণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন