আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, অবমাননা ও ভাংচুরের প্রতিবাদে আশাশুনি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জনতা ব্যাংক মোড় থেকে মিছিল বের করা হয়।
উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা সন্ধ্যায় জনতা ব্যাংক মোড়ে অবস্থান নেয় এবং পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আশাশুনি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জনতা ব্যাংক মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসমাউল হুসাইনের সভাপতিত্বে, এবং যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর ইসলামের, সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিঠুন ইসলাম, সদর ইউনিয় ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তাজ, সাবেক সাধারণ সম্পাদক রাজ।
এসময় শাহারুল, শান্ত, মিজান, তিতাস, আমান, রাফসান, ইমদাদ, ইমরান, আল আমিন, সবুজ, আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সরকার বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
s