হোম অন্যান্যসারাদেশ জমি লিখে না দেয়ায় মাকে মারধর, মামলা

জমি লিখে না দেয়ায় মাকে মারধর, মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 85 ভিউজ

সংকল্প ডেস্ক :

নেত্রকোনায় জমি লিখে না দেয়ায় বৃদ্ধ মাকে মারপিটের অভিযোগে, তিন সন্তানসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা মডেল থানায় এ মামলা হয়।

মামলা সূত্রে জানা যায়, নেত্রকোনা পৌরসভার ছোটগাড়া এলাকার মৃত হাজি মুনসুর আলীর স্ত্রী মোছা. নূর বানুকে (৭০) দীর্ঘদিন ধরে জমি লিখে দিতে চাপ দিচ্ছিলেন তার সন্তানরা। জমি লিখে না দেয়ায় সন্তানরা প্রায়ই মাকে মারধর করতো। গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে বৃদ্ধার ছেলে ওয়াজেদ মিয়া (৩৫), ছোবান মিয়া (৫০) ও জজ মিয়া (৪৫) এবং নাতি নূরুল বাশার ওয়াসিম নূর বানুর ওপর হামলা চালায়। এ সময় নূর বানুর চিৎকারে স্থানীয়রা এসে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগী মোছা. নূর বানু বাদী হয়ে ছেলেসহ সাতজনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।

মাকে মারধরের বিষয়ে জানতে চাইলে ওই বৃদ্ধার ছেলে ওয়াজেদ মিয়া বলেন, বাড়ির জমি নিয়ে নিজেদের মধ্যে বিরোধ আছে। এ নিয়ে গ্রামে কয়েকবার সালিশও হয়েছে। কিন্তু ভাইদের মধ্যে কেউ কেউ তা মানেনি। বিষয়টি নিয়ে কথাকাটাকাটি হয়। মাকে মারধর করার ঘটনাটি ঠিক নয়।

নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন