হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় সাংবাদিক  নিহত 

পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় সাংবাদিক  নিহত 

কর্তৃক Editor
০ মন্তব্য 111 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

খুলনা-  সাতক্ষীরা মহাসড়কের  পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় এ বি এম  মহিদুল ইসলাম, (৩৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছে।  মর্মান্তিক এই  দুর্ঘটনাটি  ঘটেছে আজ রবিবার (৬ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কে  বাইগুনি নামক স্থানে। নিহত সাংবাদিক সদর উপজেলার, পলাশপোল এলাকার মাজেদ বিশ্বাসের ছেলে। সে সাতক্ষীরা থেকে প্রকাশিত মুক্তস্বাধীন  সাপ্তাহিক পত্রিকার ষ্টাফ রিপোটার হিসাবে কর্মরত ছিল ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ঐ   সাংবাদিক পাটকেলঘাটা  থেকে  মোটর সাইকেলযোগে  সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন এ সময় মহাসড়কের  বাইগুনি নামকস্থানে আসলে  সাতক্ষীরা থেকে খুলনাগামী মাছবাহী পিকআপ সামনে থেকে  ধাক্কা মারলে  ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার  মৃত্যু হয়।
পাটকেলঘাটা  থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  ঘাতক পিকআপ ও মটর সাইকেলটি জব্দ করা হয়েছে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন