হোম অন্যান্যসারাদেশ তালার মাগুরা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সস্মেলন অনুষ্ঠিত

তালার মাগুরা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সস্মেলন অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 103 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

তালার মাগুরা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সস্মেলন রবিবার সকাল ১০টায় মাগুরা বালিয়াদহ কে এম এস সি কলেজিয়েট ইনিস্টিউিশনের মাঠে এক উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মাগুরা ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক দেবব্রত দেবনাথের সভাপতিত্বে ও খেরশা ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক প্রভাষক আব্দুল আওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন,কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ অধিকারী, জেলা কৃষকলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ,জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মোস্তারি সুলতানা পুতুল । আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন তালা উপজেলা কৃষকলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, বিশেষ বক্তা হিসাবে মূল্যবান বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ইন্দ্রজিৎ কুমার সাধু ।

মাগুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলর ডেলিগেটসদের পদচারনায় স্কুল মাঠ প্রাঙ্গনে এক ভিন্ন আমেজ পরিলক্ষিত হয়। সস্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর ডেলিগেটসদের সমর্থনের ভিত্তিতে দেবব্রত দেবনাথ কে সভাপতি ও লিটন মোড়লকে সাধারন সম্পাদক রফিকুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। সস্মেলন শেষে বালিয়াদহ বাজারে তালা উপজেলা কৃষকলীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন