নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে তালা উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। রবিবার (৬ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পাটকেলঘাটা বাজারের পাঁচরাস্তা মোড়ে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
উপজেলা যু্বলীগ সভাপতি সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আ”লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও আ”লীগ সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ”লীগ সাংগনিক সম্পাদক ও ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভিন পাঁপড়ী, উপজেলা আ”লীগ সাংগনিক সম্পাদক ও খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান, ইসলামকাটি ইউনিয়ন আ”লীগ সভাপতি আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহাবুব হেসেন মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর আলম সুমন ও সরুলিয়া যুবলীগের সাংগনিক সম্পাদক মারুফ হোসেন প্রমূথ।
এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, একদল দূর্বিত্ত দেশকে অস্থিতিশীল পরিস্তিতি মধ্যে ফেলে তাদের সার্থসিদ্ধি হাসিলের চেষ্টা করছে। জাতীর পিতার ভাষ্কর্য ভাংচুরের বিষয়টি অত্যান্ত নিন্দনীয়। আমরা এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃস্টান্তমুলক শাস্তির দাবী জানাই। অনুষ্টানটির পরিচালায় ছিলেন, উপজেলা যু্বলীগ সাধারন সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল। অনুষ্টানের শুরুতে বাজারের প্রধান সড়কগুলো বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে আলোচনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ”লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ সহ সকল অংগসংগঠনের নেতৃবৃন্দ।