নিজস্ব প্রতিনিধি:
পাটকেলঘাটা ফুটবল ময়দানে সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে মুজিববর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট কাপ-২০২০’শনিবার উদ্বোধন করা হয়েছে। বিকাল ৪টায় তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট শুভ উদ্বাধন করেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মীর জাকির হোসেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান,আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পিন্টু, শিক্ষক নেতা আব্দুর রব পলাশ, পাটকেলঘাটা যুবক্রীড়া ক্লাবের সাধারন সম্পাদক রিপন হোসাইন ও সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদ হাসান জুয়েল প্রমুখ। উদ্বোধনী খেলায় কপিলমুনি ফুটবল একাদশ ঘোনা একাদশকে ১-০ গোলে পরাজিত করে।