মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে আজ শুক্রবার(৪ নভেম্বর, ২০২০) বাগেরহাট- ০১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এঁর মাতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর চাচী আম্মা মহীয়শী নারী মরহুমা রাজিয়া নাসের এঁর রুহের মাগফেরাত কামনার্থে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কোদালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হান্নান গাজীর আয়োজনে, বাদ জুম্মা কোদালিয়া পূর্বপাড়াস্থ তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থেকে দোয়ায় শরীক হন মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালিপদ বিশ্বাস, বিশিষ্ট শিল্পপতি মেসার্স মাহামুদ গ্রপের এমডি গাজী মাহবুবুল আলম শামীম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা ও মোঃ ফারুক মোল্লা।
ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মোল্লা হায়দার ও জিকরুল আলম মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মোঃ বশির আহমদ, কোদালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ রফিকুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ নজরুল ইসলাম মিল্টন, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক শেখ ফজলে এলাহী লেবীন, সাংগঠনিক সম্পাদক সন্দীপ বিশ্বাস প্রমুখ।