আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনিতে শুভ বড়দিন উদ্যাপনে উপজেলা খৃষ্টান এসাসিয়েশনের সাধারন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড়দল ইউনিয়নের ফাতেমা রানীর, তীর্থস্থান চত্বরে প্রাক শুভ বড়দিন উদ্যাপনে বাংলাদেশ খৃষ্টান এসাসিয়েশন আশাশুনি উপজেলা, শাখা সাধারন আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা খৃষ্টান এসাসিয়েশনের সভাপতি পিউস হালদারের সভাপতিত্বে সাধারন সম্পাদক, শিক্ষক লালন সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডল, বিশেষ অতিথি ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা, আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি ও উপজেলা ভ’মিহীন সমিতির সভাপতি এমএম সাহেব আলী, উপজেলা খৃষ্টান এসাসিয়েশনের সহসভাপতি মথি শিং, কোষাধ্যক্ষ যাকব আচারী,সাংস্কৃতি সম্পাদক সানীদাশ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা খৃষ্টান এসাসিয়েশনের সদস্য সবুজ গোলদার, আশাশুনির চিনি দাশ, ,কুল্যার সন্তোষ দাশ, বড়দলের কনিকা রানী মন্ডল, বুধহাটার তুষার দাশ, কাদাকাটির উত্তম দাশসহ উপজেলা শাখার খৃষ্টান এসাসিয়েশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় সেক্রেটারী অনিল যোসেফ বিশ্বাসের পরলোক গমন করায় তার আত্তার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়।
খৃষ্টান এসাসিয়েশনের নেতৃবৃন্দ সকলকে শুভ বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুভ বড়দিন উদযাপনে সকল প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এ দিনটি সকলে মিলে উৎসবে পরিনত করাসহ অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
s
