হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে যুব মহিলা লীগের মানববন্ধন পালিত

বাগেরহাটের মোল্লাহাটে যুব মহিলা লীগের মানববন্ধন পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 119 ভিউজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা যুব মহিলা লীগ এর আয়োজনে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্য নিয়ে জামায়াত শিবির ও হেফাজতের বিভ্রান্ত সৃষ্টির অপতৎপরতার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় যুব মহিলা লীগের কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১১ টায়, মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনের সড়কে এ মানববন্ধন পালিত হয়। উক্ত মানববন্ধনে অংশগ্রহন করে মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবির, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমএম নওশের আলী, চুনখোলা ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হেসেন, যুব মহিলা লীগের সভানেত্রী জেসমিন সুলতানা মিতা, সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন রুমা, সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাহিন আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী আছমা বেগম ও কানিজ ফাতেমা প্রমুখ।

(অ)

সম্পর্কিত পোস্ট

মতামত দিন