হোম অন্যান্যসারাদেশ মা হারা   শিশুর পাশে দাঁড়ালেন পাটকেলঘাটার ব্যাবসায়ী রুপায়ন

মা হারা   শিশুর পাশে দাঁড়ালেন পাটকেলঘাটার ব্যাবসায়ী রুপায়ন

কর্তৃক Editor
০ মন্তব্য 90 ভিউজ
নিজস্ব প্রতিনিধিঃ
গত ২৯তারিখে “মানবতার  সেবায় আমরা সবাই” গ্রুপে   ৪মাস বয়সী শিশু  হিরার   মানবিক সাহায্যের আবেদন চেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোষ্ট করেন সাংবাদিক মশিউর রহমান । মুহুর্তে সেই পোষ্ট নজরে  আসে রীনা টেলিকমের সত্বাধিকারী   ব্যাবসায়ী  রুপায়ন হাজরার ।  তিনি তাৎক্ষনিক শিশুর খোঁজ খবর নেওয়া শুরু করেন। আজ  মঙ্গলবার(১ডিসেম্বর)   সন্ধায় তিনি শিশুর গ্রামের  বাড়ি তালার  শুভাশুনি গ্রামে  উপস্তিত হয়ে পোশাক ও শিশু খাদ্য তুলে দেন। তিনি বলেন,  আমি পোষ্টটি দেখে  খুবই কষ্ট অনুভব করি  তাই আমি যতুটুকু সম্ভব মা হারা শিশুটির পাশে দাড়িয়েছি । আমি মনে করি সমাজের প্রতিটি বিত্তবান মানুষদের উচিত  অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
শিশু হিরার দাদা      আরশাফ আলী জানান, গত
৪ মাস আগে  বাচ্ছা প্রসব করতে গিয়ে আমার মেয়ে  ইরানী বেগম  চুকনগরের হালিমা ক্লিনিকে মারা যায়। তার পর থেকে মা হারা  শিশুটি  আমাদের কাছে অতি কষ্টে মানুষ হচ্ছে। আমরা খুবই দরিদ্র মানুষ সংসারে  নুন আনতে পানতা ফুরায়  বাচ্ছাটার খাদ্য ঠিকমত যোগাড় করতে পারিনা। আপনারা  আমাদের  বিপদে পাশে এসে  দাঁড়িয়েছেন  আমি চির  কৃতজ্ঞ হয়ে  রইলাম ।  এসময় সেখানে উপস্তিত ছিলেন, মাদরিপুর ট্রাফিক   পুলিশের পরিদর্শক (টি আই)মনিরুজ্জামান ,  সাংবাদিক মশিউর রহমান, অমিত কুমার,  কিশোর কুমার সহ অনেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন