কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। আমার মাস্ক, আমার সুরক্ষা ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার(১ ডিসেম্বর) সকালে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ ও মাস্ক পরিধান না করার অপরাধে আর্থিক জরিমানা করা হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বদিউজ্জামান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার হাতে মাস্ক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এরই ধারাবাহিকতায় কলারোযা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরীন কান্তার উপস্থিতিতে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদে ও পৌর সদরসহ বিভিন্ন বাজারে মাস্ক বিতরণ করা হয়। একই ভাবে ’করোনা ভাইরাস’ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাস্ক পরিধান না করার অপরাধে ৩টি মামলায় ৭ জনকে ১১০০(এগার শত) টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, করোনা ভাইরাস (কোভিড-১৯)’র দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপজেলা ব্যাপি মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরীন কান্তা জানান।
