আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনির বুধহাটায় কোভিড-১৯ প্রতিরোধে উপকারভোগিদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা প্যাকেজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বুধহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে ২০১৯-২০ অর্থ বছরে এলজিএসপি-৩ (বিবিজি) ১ কিস্তির আওতায় বুধহাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ২১৯ পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা প্যাকেজ প্রদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমরে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
বুধহাটা ইউপি চেয়ারম্যান আ.ব.ম মোছাদ্দেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান ও প্রকৌশলী মামুনুর রশিদ। অনুষ্ঠানে মহিলা মেম্বার রাফেজা খানম, মেম্বার রেজওয়ান আলি, মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আলোচনা শেষে সুফলভোগিদের হাতে সুরক্ষা সামগ্রীর প্যাকেট তুলে দেন।
