হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মুক্তিযোদ্দাদের থেকে প্রতারনা করে টাকা নেওয়ার চেষ্টা

ফকিরহাটে মুক্তিযোদ্দাদের থেকে প্রতারনা করে টাকা নেওয়ার চেষ্টা

কর্তৃক Editor
০ মন্তব্য 118 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে কয়েকজন বীর মুক্তিযোদ্ধাদের নিকট থেকে প্রতরনার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে প্রতারক চক্রের। জানা গেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের বড় অংকের আর্থিক অনুদান প্রদান করা হবে। এই আর্থিক অনুদান গ্রহন করতে হলে তাদেরকে ৪২হাজার টাকা দিতে হবে।

একটি ভূয়া মোবাইল নম্বর থেকে ফোন করে কয়েকজন মুক্তিযোদ্ধাকে জানানো হয় আমি ইউএনও বলছি আপনাদের বিজয় দিবস উপলক্ষে ২লক্ষ ৬৫হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে। উক্ত টাকা পেতে গেলে ৪২হাজার টাকা প্রদান করতে হবে তা স্বল্প সময়ের ভেতর। প্রথমে ফোন করে চক্রটি বলে ব্যাংকের মাধ্যমে দিতে হবে পরে একটি নাম্বার দিয়ে জানায় বিকাশের মাধ্যমে সকাল ১০টা ভেতর পাঠাতে হবে। বিষয়টি সন্দেহ হওয়ায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানকে জানালে তিনি বলেন এটা একটি চক্র কোথাও কোন অবস্থায় টাকা দিবেন না।

আমার নাম করে কেউ এমন করলে তাৎক্ষনিক আমার সাথে যোগাযোগ করবেন। প্রতারক চক্রটি যাদের নিকট টাকা চেয়েছেন তিনি হলেন বাহিরদিয়া এলাকার বীর মুক্তিযোদ্দা শেখ আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মরহুম ইছাক শেখের পুত্র মো: জাহাঙ্গির শেখ, বীর মুক্তিযোদ্ধা মরহুম দিন মোহম্মদের পুত্র আজিজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহম্মদ আলীর পুত্র কবির হোসেন সহ কয়েকজনের নিকট।

ম্যাসেজটি পেয়ে উক্ত ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন এবং জানতে পারেন এটি ফকিরহাট ইউএনও নাম্বার না এটি ভ‚য়া নাম্বার। ভরি মুক্তিযোদ্ধাদের নিকট থেকে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা প্রতারক চক্রের। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা শেখ আনিচুর রহমানের ছেলে শেখ ইখতিয়ার আহম্মেদ জানান, তার পিতাকেও টাকার জন্য ফোন করা হয়েছে। তিনি জানান, অনেকে টাকা যোগাড়ও করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানতে পারে এটা একটি প্রতারক চক্রের কাজ কেউ যেন টাকা না দেয়। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনরচার্জ আবু সাঈদ খায়রুল আনামকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অবহিত করা হয়েছে বলে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন