ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ২০২০-২০২১ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ সহায়তা প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণকরা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সোমবার সকাল ১০টায়প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী, যুব উন্নয়ন অফিসার সরদার আমজাদ হোসেন ও ডিএফও দীপংকর কুমার মল্লিক।
এসময় উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক দাউদ হায়দার বাবুু সহ বিভিন্ন কর্মকর্তা ও কৃষক-কৃষাণীগন উপস্থিত ছিলেন। উপজেলার মোট ২৩শত কৃষকদের মাঝে ১১লক্ষ ৬৮হাজার ৪শত টাকার ধানের বীজ প্রনোদনা স্বরুপ বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশে মানুষ বাড়ার সাথে সাথে খাদ্রের চাহিদাও বাড়ছে, কিন্তু সেই তুলনায় আবাদী জমির পরিমান বাড়ছে না। যে কারনে বর্তমান কৃষি বান্ধব সরকার অল্প জমিতে অধিক ফসল ফলানোর জন্য কৃষকদের নানা প্রকার প্রনোদনা প্রদান করে আসছেন। আপনারা আপনাদের এক ইঞ্চি জমিও ফেলে না রেখে সরকারের সহযোগীতা গুলি কাজে লাগিয়ে দেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল কৃষকদের প্রতি আহবান জানান।