হোম অন্যান্যসারাদেশ কুলিয়ারচরে নিখোঁজ স্কুল শিক্ষিকা উদ্ধার হয়নি ১০ দিনেও

কুলিয়ারচরে নিখোঁজ স্কুল শিক্ষিকা উদ্ধার হয়নি ১০ দিনেও

কর্তৃক Editor
০ মন্তব্য 139 ভিউজ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সীমা ভৌমিক (৩৮) নামের এক স্কুল শিক্ষিকা গত ১৯ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ১০ দিন পার হয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
জানা গেছে, স্কুল শিক্ষিকা সীমা ভৌমিক উপজেলার রামদী ইউনিয়নের খালখাড়া কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি গত ১৯ নভেম্বর সকালে কিশোরগঞ্জ জেলা শহরের বাসা থেকে তার কর্মস্থলে আসেন। পরে আর বাসায় না ফিরলে তার স্বামী কিশোরগঞ্জ রথখলার কাপড় ব্যবসায়ী প্রদীপ ভৌমিক কুলিয়ারচর থানায় ২০ নভেম্বর একটি ডাইরি ( ডাইরি নং-৮৭১) করেন।
নিখোঁজ শিক্ষিকার স্বামী প্রদীপ ভৌমিক জানান, গত ১৯ নভেম্বর বিকাল সাড়ে ৫টায় মোবাইলে তার সাথে সর্বশেষ কথা হলে সীমা তাকে জানান, তিনি বাসায় ফিরছেন।
এই বিষয়ে, খালখাড়া কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল ইসলাম জানান, সীমা ভৌমিক গত বৃহষ্পতিবার দুপুর পৌনে ১২টায় স্কুলের একটি মিটিং এ অংশগ্রহণ করে বেলা আড়াইটার দিকে চলে যান।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, নিখোঁজ স্কুল শিক্ষিকা সীমা ভৌমিককে উদ্ধারের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন