হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় পিতা মাতার হাতে নবজাতক খুন, কলারোয়ায় জামাতার হাতে শশুর খুন।

সাতক্ষীরায় পিতা মাতার হাতে নবজাতক খুন, কলারোয়ায় জামাতার হাতে শশুর খুন।

কর্তৃক Editor
০ মন্তব্য 149 ভিউজ

মোহাম্মাদ নিজামঃ

প্রতিবন্ধি সন্তানের বোঝা এড়াতে নবজাতকে হত্যা করে তারই পিতা মাতা।

আর প্রতিবন্ধি সন্তানের বোঝা এড়ানোর জন্য ১৫ দিনের নবজাতককে হত্যা করে ওই শিশুর পাষÐ পিতা মাতা।
পৃথক এই দুটি হত্যা কান্ডের রহস্য উন্মোচন করে পুলিশ। সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুটি হত্যা কান্ডের বিস্তারিত বিবরন তুলে ধরেন।

সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামে মোঃ সোহাগ ও ফতেমা দম্পতির ১৫ দিনের নবজাতক সন্তান গত ২৬ নভেম্বর চুরি হয়ে যায়। এ ঘটনায় সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে। চিকিৎসকরা নবজাতকের পিতা মাতাকে জানিয়ে দেয় সন্তানটি শারিরিক অসুস্থতানিয়ে জন্ম গ্রহন করেছে। যার কারনে ওই নবজাতক কে হত্যা করে তার পিতা মাতা লাশ সেফটি ট্যাংকে লুকিয়ে রাখে। পুলিশের জিজ্ঞাসাবাদে সোহাগ ও ফতেমা নবজাতক হত্যার ঘটনা স্বীকার করে। তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ ওই সেফটি ট্যাংকি থেকে নবজাতকের লাশ উদ্ধার করে। পুলিশ এ মামলায় নিহত নবজাতকের পিতামাতাকে গ্রেপ্তার করেছে।

মাদ্রাসা সুপার কে ফাঁসানোর জন্য জামাতার হাতে শশুর খুন।

অপর দিকে, কলারোয়া উপজেলার দিয়াড়া গ্রামের বৃদ্ধ কৃষক মোসলেম আলি বিশ্বাসকে গত ২৫ নভেম্বর রাতে গলাকেটে হত্যা করে তারই জামাতা একই গ্রামের সাময়িক চাকরিচ্যুত মাদ্রাসা শিক্ষক আবুল কালাম আজাদ। সংশ্লিষ্ট মাদ্রাসা সুপারকে এই হত্যা মামলায় ফাঁসানোর জন্য এঘটনা ঘটানো হয়। আবুল কালাম আজাদ ও তার ভাতিজা মোঃ হাবিব ইসলাম পরিকল্পিতভাবে মোসলেম আলি বিশ্বাসকে হত্যা করে। পুলিশ সুপার আরো জানান তারা এ হত্যা কান্ডের দায় স্বিকার করেছে।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন