মইনুল ইসলাম,আশাশুনি :
আশাশুনি উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়ন চাম্পাফুলে খোলপেটুয়া নদীর জোয়ারের পানিতে ঘরবাড়ী, বাগদার পোনার হ্যাচারি ও মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এ যেন মরার উপর খাড়ার ঘা। একে-তো মহা দুর্যোগ কভিড-১৯ নভেল করোনা ভাইরাসের জ্যামিতিক হারে সংক্রমণ বৃদ্ধিসহ মৃত্যুর মিসিলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
অন্যদিকে, বুধবার দুপুরে নদীর জোয়ারের পানিতে ইউনিয়নের চাঁদখালী, উজিরপুর, ত্রিমোহনী, জগদীশ কাটি, কুমারখালীসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে, ঘরবাড়ী, পোনার হ্যাচারি, মৎস্য ঘের প্লাবিত হয়ে কোটি টাকার উপরে সম্পদের ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
জানা গেছে, চাঁদখালী আমিনিয়া হামিদিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা সহ প্রায় শতাধিক বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।