হোম অন্যান্যসারাদেশ মাগুরায় ট্রাক চাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত

মাগুরায় ট্রাক চাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 122 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরা সদরের বড়খড়ি এলাকায় আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহতরা হচ্ছে সদরের জাগলা গ্রামের শাহাদৎ হোসেন এর ছেলে সোহাগ হোসেন (৩০) ও ঘোড়ামারা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে তাহারুল ইসলাম (৩০)।

প্রত্যক্ষদর্শী আব্দুল হান্নানসহ অন্যরা জানান, মাগুরা-যশোর সড়কের বড়খড়ি এলাকায় দুপুরে মাগুরামুখি একটি মটর সাইকেল অপর একটি ইজিবাইকে অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মটর সাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে চালক ইমরান সামান্য আহতসহ সোহাগ ও তাহারুল ট্রাক চাপায় গুরুতর আহত। আহতদের চিকিৎসার জন্য দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডাক্তার অমর প্রসাদ বিশ্বাস জানান, আহতদের মধ্যে হাসপাতালে আসার আগেই সোহাগ মারা যায়। তাহারুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানোর জন্য এ্যাম্বুলেন্সে ওঠানোর পর পরই তার মৃত্যু হয়। সামান্য আহত অপর যুবককে প্রাথমিক চিকিৎসা দেয় হয়েছে।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিরুজ্জামান জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। চালক হেলপার পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন