নিজস্ব প্রতিনিধি:
বিশ্বের প্রায় একশত আটানব্বই দেশের মত বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে নিজ ঘরে অবস্থান করছে দেশের সকল শ্রেণী পেশার মানুষেরা। আর এই ঘরবন্দী জীবনদশায় মানবেতর জীবন যাপন করা সমাজের খেটে খাওয়া অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগ (৩য় দিনের মত)।
সামাজের আপামর জনসাধারণের পক্ষে স্বেচ্ছাসেবক লীগ সবসময় ছিল, আছে, থাকবে। বুধবার (০৮ এপ্রিল) সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকা থেকে আগত গরীব ও দুস্থ লোক কে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে সাধারণ সম্পাদক মীর মোস্তক আলীর সভাপতিত্বে ৫০টি পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল , পেয়াজ ১ কেজি, ৫০০ গ্রাম লবণ, ১টা সাবান সম্বলিত বস্তা তুলে দেওয়া হয়।
এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, প্রকৌঃ মফিজুর ঢালী,নাসির রহমুত্তল্লাহ শাহাজাদা,সাংগঠিক সম্পাদক অহেদুজ্জামান টিটু, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান,পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম,তুহিন সহ আরও অনেকে। আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়।