হোম অন্যান্যসারাদেশ গলাচিপা উপজেলায় করোনা প্রতিরোধ কমিটি  ও নাগরিক বৃন্দদের নিয়ে সভা অনুষ্ঠিত

গলাচিপা উপজেলায় করোনা প্রতিরোধ কমিটি  ও নাগরিক বৃন্দদের নিয়ে সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 156 ভিউজ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
আচরণ বদলাই সুস্থ থাকি, অন্যকে সুস্থ্য রাখি, এই শ্লোগানে গলাচিপায়  উপজেলার করোনা প্রতিরোধ কমিটি ও নাগরিক বৃন্দদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা দরবার হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. সাহিন শাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, থানা  ইনচার্জ মো. মনিরুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম, বকুল বাড়িয়া ইউপি চেয়াম্যান আবু জাফর খান, গোলখালী ইউপি চেয়াম্যান মো. নাসির উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন ও জেলা কোস্ট ট্রার্স্ট এর প্রতিনিধি মো. নাজমুল সাকিব।
সভায় উপস্থিত সকল সদস্য বৃন্দ করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধিমেনে জনগণের স্বার্থে মাইকিং ও উঠান বৈঠক করার জন্য সুপারিশ পেশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন