হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ জন। 

গলাচিপায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ জন। 

কর্তৃক Editor
০ মন্তব্য 162 ভিউজ
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি:
২৬ নভেম্বর পটুয়াখালীর গলাচিপায় বাস ও (ব্যাটারি চালিত) ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আকাশ চৌকিদার (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আলআমিন চৌকিদার (৩৫) নামের এক যুবক। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার মুদিরহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আকাশ সদর উপজেলার শারিকখালি গ্রামের কবির চৌকিদারের পুত্র।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ইজিবাইকটি গলাচিপা থেকে মুদিরহাট বাজারে আসার সময় গলাচিপাগামী সিনহা খন্দকার নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা দুই যাত্রী আকাশ ও আলআমিন গুরুতর জখম হয়।  তাৎক্ষনিক স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষনা করে। গলাচিপা থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন