হোম অন্যান্যসারাদেশ পরিবার নিয়ে ঘাটে এসে লাশ হলেন স্বামী

পরিবার নিয়ে ঘাটে এসে লাশ হলেন স্বামী

কর্তৃক Editor
০ মন্তব্য 92 ভিউজ

সংকল্প ডেস্ক :

মাদারীপুরের শিবচরে বাসের চাকায় পিষ্ট হয়ে আল-আমীন (৩৯) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমীন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবতলা এলাকার সুরুজ উদ্দিন দরানীর ছেলে।

পুলিশ ও নিহতের স্ত্রী রেশমা বেগম জানান, সকাল ৬টা ১০ মিনিটে আল-আমীন পরিবার নিয়ে মোরেলগঞ্জ থেকে সুন্দরবন পরিবহনের বাসে ঢাকার উদ্দেশ্য রওনা হন। বাসটি কাঁঠালবাড়ি ঘাট এলাকায় পৌঁছলে আল-আমীন বাস থেকে নামেন। এ সময় স্ত্রী ও সন্তান বাস থেকে না নামায় তিনি বাসের পাশে গিয়ে দাঁড়ান। তবে বাসচালক সামনের দিকে টান দিলে আল-আমীন বাসের নিচে পড়ে মারাত্মক আহত হন।

এ সময় স্থানীয়রা নিকটবর্তী পাচ্চর রয়েল হাসপাতালে নেয়ার সময় মারা যান তিনি। পরে শিবচর থানার উপপরিদর্শক রহমত আলী লাশ শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় যান।

উপপরিদর্শক রহমত আলী বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর পেয়ে পাচ্চর হাসপাতাল থেকে লাশটি গ্রহণ করি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন