হোম অন্যান্যসারাদেশ মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের জন্য সকলের কাছে দেয়া চাইলেন ক্রিকেটের তারকা ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা

মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের জন্য সকলের কাছে দেয়া চাইলেন ক্রিকেটের তারকা ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা

কর্তৃক Editor
০ মন্তব্য 127 ভিউজ

নড়াইল অফিস :

নড়াইল সদর পৌরসভার প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের জন্য দেয়া চাইলেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী, নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নড়াইলে অর্ধলক্ষাধিক মানুষের অংশ গ্রহনে জাহাঙ্গীরের জানাজায় সামিল হয়ে মাশরাফী তার এক সংক্ষীপ্ত বক্তব্যে এলাকাবাসীর কাছে এই দোয়া চাইলেন। এ ছাড়াও নড়াইলবাসীর প্রানের নেতা মাশরাফী এ সময়, আওয়ামী লীগের পরীক্ষিত নেতা জাহাঙ্গীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন উল্লেখ করে ঘোষনা দেন তার শোকবিহ্বল পরিবারের পাশে থাকার।

বেলা সাড়ে ১১ ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও শেষ শ্রদ্ধায় অংশনিতে এ দিন সকাল থেকে ভওয়াখালী স্কুল মাঠে মানুষের ঢল নামে। জানাজায় মাশরাফী ছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস বোস, আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন। জানাজা শেষে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা ভালবাসায় শিক্ত হয়ে জাহাঙ্গীর বিশ্বাসকে ভওয়াখালী নিজেদের পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। ডেঙ্গু আক্রান্ত জাহাঙ্গীর বিশ্বাসের অবস্থার অবনতি হলে ১৮ নভেম্বর দুপুরে তাঁকে হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়। সেখানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মৃতবরণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন