কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি কর্তৃক বেতন বৈষম্য নিরসনের দাবিতে ২৬ নভেম্বর থেকে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে কর্ম বিরতী।
“ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” এ স্লোগানকে নিয়ে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ ইং সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি- স্বাস্থ্য পরিদর্শক- ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক- ১২ এবং স্বাস্থ্য সহকারীদের- ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনের জন্য এ কর্মসূচী পালন করে কর্মকর্তা- কর্মচারীরা।