হোম অন্যান্যসারাদেশ সাড়ে চার মাসে ২২ বার করোনা পরীক্ষা করিয়েছেন সৌরভ

সাড়ে চার মাসে ২২ বার করোনা পরীক্ষা করিয়েছেন সৌরভ

কর্তৃক Editor
০ মন্তব্য 103 ভিউজ

সংকল্প অনলাইন ডেস্ক :

গত সাড়ে চার মাসে ২২ বার করোনা পরীক্ষা করিয়েছেন ভারতের কিংবদন্তি অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। তবে সৌভাগ্যবশত টেস্টের ফল একবারও পজিটিভ আসেনি।

করোনা মহামারীর মধ্যেও পেশাগত দায়িত্ব পালনের জন্যই মূলত এত বার করোনা টেস্ট করতে হয়েছে তার। আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরাতেও যাতায়াত করতে হয়েছে তার।

এক সংবাদ সম্মেলনে গাঙ্গুলী বলেছেন, “গত সাড়ে চার মাসে আমি ২২ বার করোনা পরীক্ষা করিয়েছি। তবে একবারও পজিটিভ আসেনি। আমার চারপাশে অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন, সে কারণে আমাকেও করোনা পরীক্ষা করাতে হয়েছে।”

সাবেক ভারতীয় অধিনায়ক আরো বলেন, “বাড়িতে বয়স্ক মানুষজন আছেন। যখন দুবাই গেলাম, শুরুর দিকে অনেক দুশ্চিন্তায় ছিলাম। শুধু আমার জন্য নয়, আমার আশপাশের মানুষের জন্যও। মানুষ যাঁকে অনুসরণ করে, এমন একজন হিসেবে আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার মাধ্যমে কারও শরীরে ভাইরাসটা ছড়াক।”

সম্পর্কিত পোস্ট

মতামত দিন