হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন

কর্তৃক Editor
০ মন্তব্য 105 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (৬৯) মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সিবি হাসপাতালের আইসিইউ’তে মৃত্যুবরণ(ইন্না..রাজেউন) করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (২৫ নভেম্বর) বাদ জোহর উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে জানাজা নামাজ শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে সম্মান (গার্ড অব অনার) প্রদর্শন করা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী ,যশোর অঞ্চলের কৃষি উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, খুলনা অঞ্চলের কৃষি উপ-পরিচালক হাসান ওয়ারেসুল কবির, সাতক্ষীরা জেলা কৃষি উপ-পরিচালক জসিম উদ্দিন, যশোর জেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, মরহুমের পুত্র ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার পলাশ হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নামাজে জানাজার আগে মরহুম বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও মৌসুমী জেরীন কান্তা।

জানাযা নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুল খালেক। উল্লেখ্য, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের সন্তান। তবে তিনি দীর্ঘ বছর যাবৎ সাতক্ষীরা জেলা সদরের তালতলা বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন এলাকায় বসবাস করতেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন