দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের একাডেমিক ভবনের পার্শ্ববর্তী পুকুরের পানি ’অপরিকল্পিত ভাবে নিষ্কাশনের ফলে ভবনটি মারাত্মক ক্ষতির সম্মুখিন
কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলের একাডেমিক ভবনের পার্শ্ববর্তী পুকুরের পানি ’অপরিকল্পিত ভাবে নিষ্কাশনের ফলে ভবনটি মারাত্মক ক্ষতির সম্মুখিন হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার(২৪ নভেম্বর) কলারোয়া পৌর সভায় ভারপ্রাপ্ত মেয়র বরাবর ”অপরিকল্পিত ভাবে পুকুরের পানি নিস্কাসন করার জন্য স্কুলের একাডেমিক ভবনের মারাত্মক ক্ষতির বিরুদ্ধে অভিযোগ প্রদান’ করেছেন স্কুলের প্রধান মো: বদরুজ্জামান।
অভিযোগ পত্র সূত্রে জানা যায়, কলারোয়ার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান গার্লস পাইলট হাইস্কুলের পশ্চিম পাশের একাডেমিক ভবনটি ২০০৯ সালে নির্মিত হওয়ার পর থেকে শ্রেণী কক্ষের কার্যক্রম,অডিটোরিয়ামের কার্য়ক্রম এবং পরীক্ষা কেন্দ্রের কক্ষ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ভবনটির পশ্চিম পার্শ্বে অন্য মালিকাধীন পুকুরটি ভরাটের উদ্দেশ্যে অপরিকল্পিত ভাবে পুকুরের পানি নিস্কাসন করা হয়। ফলে পুকুরের পানি নেমে যাওয়ায় ভবনের ভিতরের মাটি স্থানান্তর হওয়ায় ভবনের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে ভবনটির পশ্চিম পার্শ্বে হেলে পড়েছে।
লিখিত অভিযোগে আরও জানা যায়, ভবনটি যে কোন মুহুর্তে ধ্বসে পড়ার সম্ভাবনা রয়েছে। স্কুলের মারাত্মক ক্ষতির সম্মুখিন থেকে পরিত্রান পেতে এই মুহুর্তে ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করার দাবীর সাথে সাথে প্রতিকারের আবেদন জানানো হয়।