হোম অন্যান্যসারাদেশ মাগুরায় মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভের নক্সা চুড়ান্তকরণ সভায় সর্বদলীয় নেতারা এক মঞ্চে

মাগুরায় মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভের নক্সা চুড়ান্তকরণ সভায় সর্বদলীয় নেতারা এক মঞ্চে

কর্তৃক Editor
০ মন্তব্য 142 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরায় সর্বদলীয় নেতারা এক মঞ্চে বসে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভের নক্সা চুড়ান্ত করলেন। আজ সোমবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার মাগুরা শহরের ভায়না মোড়ে বিজয় স্তম্ভের নক্সা সর্বদলীয় নেতাকর্মীসহ সুধীজনের উপস্থিতিতে ঐক্যমত্যের ভিত্তিতে নক্সা চুড়ান্ত করা হয়। ৪ টি নক্সার মধ্যে প্রকৌশলী শরিফউদ্দিন আহমেদের বিজয় স্তম্ভের ডিজাইনটি উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে চুড়ান্ত করা হয়।

সভায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর জানান, এ নকশায় ৭ টি স্তম্ভের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের ৭ বীরশ্রেষ্ঠ ও ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবসের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সঞ্চলানয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ্, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মুন্সি রেজাউল হক, সাবেক জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ কামরুজ্জামান চাঁদ, জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ, যুগ্ম-আহবায়ক আক্তার হোসেন, যুগ্ম-আহবায়ক আহসান হাবিব কিশোর, জেলা জাতীয় পার্টির (এরশাদ) ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট রতন কুমার মিত্র, জেলা জাসদের সভাপতি সমীর চক্রবর্তী, জেলা জাতীয় পার্টি (মঞ্জু) সভাপতি ফতেহ আলী টিপু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, আইটি বিশেষজ্ঞ সোহেল রানাসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন