চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার পৌরসভা ৯নং ওয়ার্ডে শ্বশুর বাড়ি থেকে সদ্য মা হওয়া বিবি খাদিজা নাসরিন (২৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
বিবি খাদিজা (নাসরিন) পৌরসভা ১নং ওয়ার্ডের হাদিস মিস্ত্রী বাড়ির মো. ফারুক হোসেনের বড় মেয়ে।
রবিবার (২২নভেম্বর) সন্ধ্যায় পৌরসভা ৯নং ওয়ার্ড কালিয়াকান্দি এলাকায় দেওয়ান বাড়ি থেকে বিবি খাদিজা নাসরিনের লাশ সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় চরফ্যাশন থানা পুলিশ উদ্ধার করে।
এসময় তার রুমের খাট থেকে একদিন বয়সী একটি নবজাতক শিশু জীবিত অবস্থায় পুলিশ উদ্ধার করে।
এঘটনায় চরফ্যাশন থানায় (২৩নভেম্বর) সোমবার একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিবি খাদিজার ভাই মো. সাইফুল ইসলাম রুবেল জানান, গত ২১ নভেম্বর সন্ধ্যায় আমার বোন চরফ্যাশন হাসপাতালে একটি নবজাতক ছেলে প্রসব করে। পরদিন রবিবার দুপুরে হাসপাতাল থেকে আমার বোনকে তার শ্বশুর বাড়িতে তার স্বামী কামাল হোসেন নিয়ে যাওয়ার পরে সন্ধ্যায় আমার বোনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই।
প্রায় দুই বছর আগে ওই এলাকার আবুল হোসেন দেওয়ানের ছেলে মো.কামাল হোসেন দেওয়ানের সঙ্গে আমার বোনের বিবাহ হয়।
তবে এর আগেও কামাল হোসেনের দুই স্ত্রী থাকলেও তাদেরকে কামাল তালাক দিয়েছে।
কিন্তু দ্বিতীয় স্ত্রীর সাথে কামালের একটি মামলা চলমান রয়েছে। পরিকল্পিতভাবে আমার বোনকে তার শ্বশুর বাড়ির লোকেরাই হত্যা করেছে।
এবিষয়ে জানতে ওই এলাকায় গিয়ে কামাল হোসেনসহ তার পরিবারের কাউকেই পাওয়া যায়নি।
এ ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে ওই এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, বিবি খাদিজা (নাসরিন) এর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। এঘটনায় কাউকে আটক করা হয়নি। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিবি খাদিজা নাসরিনের লাশ ময়না তদন্ত শেষে বাবার বাড়িতে নিয়ে আসলে এলাকায় স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তি দাবি করেন।