হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে রাস্তার উপর মাচা দিয়ে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

ফকিরহাটে রাস্তার উপর মাচা দিয়ে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

কর্তৃক Editor
০ মন্তব্য 112 ভিউজ

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি পতিত জায়গা কৃষি ফসলে চাষের আওতায় নিয়ে আসার কৌশল হিসেবে বাগেরহাটের ফকিরহাট কৃষি ইননোভেশন এর নতুন মাত্রা গ্রাম্য রাস্তার উপরেও মাচা দিয়ে সবজি চাষ করছে কৃষকরা। উপজেলা কৃষিঅফিসের পরামর্শে ও সহযোগিতায় কৃষকরা উদ্বুদ্ধ হয়ে রাস্তার পাশে মাচা দিয়ে সবজি চাষ শুরু করেছে। যা ইতিমধ্যে সকলের মাঝে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

এদিকে এই চাষ সরেজমিন পরিদর্শন করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ অমিতাভ মন্ডল। বৃহস্পতিবার উপজেলার নলধা এলাকায় পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাছরুল মিল্লাত, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তন্ময় দত্ত. উপ-সহকারী কৃষি অফিসার বিপুল মজুমদার, ইনোভেটিভ আইডিয়া কৃষক বিশ্বজিৎ ঘোষ। উপজেলা কুষি অফিস সূত্রে জানা গেছে, আর এই সিমের বীজ সীতাকুন্ড চট্রগ্রাম (প্রথম স্টেশন হতে মনসুর সাহেব এসএএও কেও ধন্যবাদ বীজ সংগ্রহে সহযোগীতাই) হতে এনে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

এইভাবে বাংলাদেশের সব গ্রাম্য পথের উপর মাচা দিয়ে সবজি চাষে ভূমিহীন কৃষকদেরও অর্থ উপার্জনের উপায় যেমন হতে পারে তেমনি পতিত জায়গার উপযুক্ত ব্যবহার হবে কৃষি বিভাগ জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন