কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে পদোন্নতি প্রাপ্ত উপজেলা সমাজ সেবা অফিসার শেখ ফারুক হোসেনকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ডায়াবেটিক হাসপাতালের নিজস্ব ভবনে সংবর্ধনার অংশ হিসাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন ডায়াবেটিক হাসপাতাল পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক শেখ তোফাজ্জেল হোসেন মানিক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত উপজেলা সমাজ সেবা অফিসার শেখ ফারুক হোসেন।
সভায় অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পরিচলনা পর্ষদের কর্মকর্তা আমিরুল ইসলাম বিলালী, বিশিষ্ঠ ওষুধ ব্যবসায়ী কাজী সামছুর রহমান, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক রমজান আলী, হাসপাতাল কর্মকর্তা শেখ বদরুজাজামান সহ অফিস কর্মকর্তা ও সূধিবৃন্দ। উল্লেখ্য, সভায় সহকারি পরিচালক হিসাবে পদোন্নতি লাভ করে মেহেরপুর জেলায় দায়িত্বপ্রাপ্ত হওয়ায় উপজেলা সমাজ সেবা অফিসার কলারোয়ার কৃতি সন্তান শেখ ফারুক হোসেনকে হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ সম্মামনা প্রদান করা হয়।