হোম অন্যান্যসারাদেশ কশবপুরে বিএনপি নেতা আবু বকর আবুর দ্বিতীয় হত্যা বার্ষিকী পালিত

কশবপুরে বিএনপি নেতা আবু বকর আবুর দ্বিতীয় হত্যা বার্ষিকী পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 159 ভিউজ

নিজস্ব প্রতিনিধি কেশবপুর (যশোর) :

যশোর জেলা বিএনপির সহসভাপতি ও মজিদপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান আবু বকর আবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের বাগদহা গ্রামে বিএনপির নেতাকর্মীরা প্রয়াত নেতা আবু বকর আবুর পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত করেন। শহরের ডাক বাংলো সড়কের বিএনপির কার্যালয়ে দুপুরে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি প্রাক্তন মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন, নিহত আবু বকর আবুর ভাই আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, অধ্যক্ষ জুলফিকার আলী, সাবেক কাউন্সিলর কুতুব উদ্দীন বিশ্বাস, নুুুরুজ্জামান চৌধুরী, নূরুন্নাহার নূরী, শাহানারা বেগম, আবু নাঈম, রবিউল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম ও শাহজাহান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যুবদল নেতা গোলাম মোস্তফা, শাহ আলম, নজরুল ইসলাম,ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ,হাবিবুর রহমান প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা শরিফুল ইসলাম। অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ছোট ভাই আবুল কাশেম, ভাইপো হুমায়ুন কবীর ও ভাগ্নে সাংবাদিক মেহেদী হাসান জাহিদ। অপর দিকে মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ সহ এলাকাবাসি আবু বকর আবুর কবর জিয়ারত করেন। এ সময় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, বিএনপির জনপ্রিয় নেতা আবু বকর আবু জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নেয়ার জন্য ঢাকায় যান এবং সেখান থেকে নিখোঁজ হওয়ার পর ২০১৮ সালের ১৯ নভেম্বর তার মরদেহ বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় কেরানীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন