যশোর অফিস :
জাতীয় বেতন স্কেল দশম গ্রেডে উন্নতীকরণসহ সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন প্রদানের দাবিতে সমাবেশ হয়েছে যশোরে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের সাথে বঙ্গবন্ধুর ওৎপ্রোতভাবে জড়িত। তিনি সচিবদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার আহবান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ করেন বা না করেন, আপনারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করুন। আর দায়িত্ব শীলভাবে কাজ করুন। তাহলে দেশ আরো এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক মোহাম্মদ হুসাইন শওকত।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্তে¡ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয়কমিটির সভাপতি এইচ.এম রেজাউল করিম তুহিনসহ নেতৃবৃন্দ।
